Tuesday, January 21, 2025

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে পাংশায় র‍্যালি ও আলোচনা সভা

উজ্জল হোসেন, পাংশ: রাজবাড়ীর পাংশায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা তপু বর্মন, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: শাহাদত হোসেন, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আকিদুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা পাংশা উপজেলায় জন্ম নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে নিরসন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here