Monday, December 30, 2024

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মোঃ ইমদাদুল হকরানাঃ যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর পিঁয়াজ বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। দুপুর থেকেই  ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বহরপুর পিঁয়াজ বাজারের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। বিকালে বিশাল জায়গাটি নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরিণত হয়। বর্নাঢ্য র‌্যালি বের হওয়ার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন, বহরপুর ইউয়নিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ আমজাদ হোসেন আনজু’র সভাপতিত্বে ও খন্দকার আবুল কালাম আজাদ বকুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি শওকত সিরাজ বলেন, বিগত ৫ আগস্ট দেশের ছাত্র-জনতার অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিকবাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এমনি এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিল। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত কূরেছিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাম শওকত সিরাজ, বিশেষ অতিথি বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া রহমান মম, বহরপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ইয়ারুল শেখ, বহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, এডভোকেট জিয়া, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, রুবেল আক্তার সুমন, মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা, মনজুরুল ইসলাম বিশ্বাস, বহরপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ।

প্রধান অতিথি আরও বলেন, জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানামুখি চক্রান্ত শুরু হয়েছে। জাতি আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে আসলে জাতি এক মহাসঙ্কটে নিপতিত হবে। এ অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here