Monday, December 23, 2024

জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে শুক্রবার(৪ঠা নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি আদর্শ মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, সমাজ সেবা কর্মকর্তা রুবাইয়াত মো. ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, এ বছরই প্রথমভাবে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হচ্ছে। আগামীতে এই দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে জানাতে আরও বৃহৎ আকারে কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here