৩ রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জেল হত্যা দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয় । পরে বিকেলে জাতীর পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । পরে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।