Monday, December 23, 2024

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে ।

এ উপলক্ষে ২২অক্টোবর (শনিবার) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবস টি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড অপস) মোঃ রেজাউল করিম , রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, রাজবাড়ী ট্র্যাফিক ইনস্পেক্টর (টিআই) তারক পাল প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here