Thursday, January 23, 2025

জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প, ৪ জনের প্রাণহানি

জাপানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চারজনের প্রাণহানি ঘটেছে ও শতাধিক মানুষ আহত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফুকুশিমা উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪। এতে একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়, বিভিন্ন মহাসড়কে ফাঁটল ধরে ও অনেক দোকানের তাক থেকে মালামাল ছিটকে পড়ে যেতে দেখা যায়।
এ দিকে কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ রেকর্ড করার পর বৃহস্পতিবার সকালের দিকে জাপানের উত্তর-পূর্ব বিভিন্ন এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার (৩ ফুট) সামুদ্রিক ঢেউয়ের সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অঞ্চলে দফায় দফায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন। জাপান ওই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, সুনামি ও পরমাণু দুর্যোগের ১১তম বার্ষিকী পালনের মাত্র কয়েক দিন পর এ ভূমিকম্প আঘাত হানলো।
জাপানে মাঝে মধ্যে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেতে কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলায় দেশটিতে তুলনামূলকভাবে ক্ষতি কম হয়ে থাকে।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এ ভূমিকম্পে চারজনের প্রাণহানির কথা জানিয়েছেন। তবে তারা সরাসরি ভূমিকম্পের আঘাতে নিহত হয়েছেন কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, এ ভূমিকম্পে ১০৭ জন আহত হয়েছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here