Thursday, January 23, 2025

জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন সোমবার

ঢাকা : জার্নালিস্ট শেল্টার হোম ” সাংবাদিকদের আপন ঘর; আপন নিবাস” এই শ্লোগানকে ধারণ করে সোমবার ২২ আগষ্ট সকাল ১১টায় রাজধানীতে শুভ উদ্বোধন হচ্ছে জার্নালিস্ট শেল্টার হোম। ঢাকায় আসা মফস্বল সাংবাদিকরা (যেকোন পেশাদার সাংবাদিক) এখানে নামমাত্র খরচে থাকা+খাওয়ার সুবিধা পাবেন। শেল্টার হোমটিতে বিশেষ করে অগ্রাধিকার পাবেন নির্যাতিত-মামলা-হামলার শিকার সাংবাদিকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের একটি ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে। নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা থাকছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ।

বিস্তারিত যেগাযোগের জন্য হটলাইন নাম্বার চালু করা হবে। ২৪ ঘন্টা সার্ভিস থাকছে শেল্টার হোমটিতে। সংগঠনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here