Friday, January 24, 2025

“জিপিএইচ ইস্পাত নির্মাণের কারিগর, একসাথে জীবনভর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি (গোয়ালন্দ): রাজবাড়ীর গোয়ালন্দে “জিপিএইচ ইস্পাত নির্মাণের কারিগর, একসাথে জীবনভর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিবাগত রাতে গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জিপিএইচ ইস্পাত এর ওপর সচিত্র প্রতিবেদন তুলে ধরেন বিপণন ও বিক্রয়ের সিনিয়র ট্রেড সেলস ব্যবস্থাপক মোহাম্মদ মাজেদুর রহমান ও প্রতিষ্ঠানটির কারিগরি কর্মকর্তা সুব্রত সুত্রধর।

এসময় গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ, জিপিএইচ ইস্পাত এর ডিলার আবু ওসমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমূখ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে প্রতিষ্ঠানটির উদ্যোগে বিশেষ উপহার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here