Tuesday, January 21, 2025

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

এ সময় জুয়া খেলার আসর থেকে ৩ হাজার ১৮০ টাকা ও বিভিন্ন রঙের খেলার তাস, জুয়া খেলার হিসাব খাতা, আসরে বসার একটি প্লাস্টিকের চট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মো. মজনু প্রামাণিক (৩৮), মো. আরিফ শেখ (৩৪), আলীপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুরবান আলী প্রামাণিক (৪৫), মো. ইসলাম মণ্ডল (৩৪), মো. খলিল মজুমদার (৫০) এবং মো. শফিক খাঁ (৪০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাতে সাড়ে ১০টার সময় এআসই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার আলীপুর গ্রামের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা হয়। এ সময় তাদের আটক করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here