Thursday, April 3, 2025

জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ১১ জনকে ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭শে মার্চ ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাঝহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, সমন্বয়ক মিরাজুল মাজিদ তুর্য, হাসিবুল ইসলাম শিমুলসহ জুলাই-আগষ্টে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারদের জন্য সরকার সবসময় সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ক্যাটাগরিতে আহত পাঁচ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ও বি ক্যাটাগরিতে আহত তিন পরিবারের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে সর্বমোট ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here