Monday, December 23, 2024

জেলাপরিষদ নির্বাচনে মাঠে সরব রাশেদুল হক অমি

নিজস্ব প্রতিবেদকঃ  আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে জেলার সম্ভাব্য প্রর্থীদের ভোট প্রার্থনায় দোড়ঝাপ শুরু হয়েছে।

সম্ভাব্য প্রার্থীরা নিজেদের বিজয়ী করার লক্ষে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান গণের নিকট ভোট প্রার্থনা করছেন।

নির্বাচিত হয়ে ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়নমুখী কর্মকান্ড সমন্বিত হয়ে কাজ করবেন বলে ব্যাক্ত করছেন।

বুধবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের  ০১  নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী  ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ রাশেদুল হক (অমি) কে বিজয়ী হওয়ার লক্ষে গণসংযোগ করতে দেখাগেছে। তার প্রতীক তালা মার্কা ।

প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতে মোঃ রাশেদুল হক (অমি) বলেন, দলমত নির্বিশেষে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে সকল মানুষের জন্য কাজ করে যাবো। এর আগেও আমি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ছিলাম , মানুষের জন্য কাজ করেছি। এবারও সুযোগ পেলে মানুষের সেবার লক্ষ নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here