Monday, December 23, 2024

জেলা পরিষদ নির্বাচনঃ সংবাাদিকদের সাথে আ: লীগ সমর্থিত প্রার্থীর মতবিনিময়

উজ্জল হোসেন, পাংশা: আগামী ১৭ অক্টোবর রাজবাড়ীতে আসন্ন জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংবাাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ। রবিবার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে অস্থায়ী কার্যালয় পাংশা প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছি। ইতিমধ্যে জেলার ভোটারা আমার পক্ষে ব্যাপক সমর্থন দিচ্ছেন। আমি নির্বাচিত হতে পারলে গ্রামীন অবকাঠামোসহ জেলার সার্বিক উন্নয়ন এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে কাজ করে যাবে।

এছাড়াও তিনি তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিপক কুন্ডুর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামীলীগ পাংশা উপজেলা শাখা থেকে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here