Friday, November 22, 2024

জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দাঁয়ে একলক্ষ টাকা জরিমানা ও বেকু ধ্বংস 

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা এর নির্দেশনায় ১৩ অক্টোবর বুধবার  তারিখ বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬  টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মল্লিকপাড়ায় মোঃ শাহিন শেখ(সাবেক চেয়ারম্যান, আলিপুর ইউনিয়ন) ও মোঃ আমজাদ মল্লিক, রাজবাড়ী সদর, রাজবাড়ীকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা অবস্থায় পাওয়া যায়।
প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ জানান, অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লক্ষ  টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। একই সাথে ড্রেজার ও এস্কেভেটর (ভেকু) অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়।’
এ সময় অভিযানে সহযোগীতা করেন রাজবাড়ী সদর থানার  এ এস আই রিক্তা এর নেতৃত্বে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here