Monday, January 6, 2025

জেলা প্রশাসনের অভিযানে ৩৯৪ কেজি নিষিদ্ধ পলথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ীতে নিষিদ্ধ পলথিন মজুতের দায়ে দুই প্রতিষ্ঠান মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের রেল গেইট বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় পান বাজারে মো: রবিন নামে এক ব্যাবসায়ীকে ২৯৪ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা ও আ: মালেক নামে অপর ব্যাবসায়ীকে ১২০ কেজি পলিথিন জব্দ ও ৫হাজার টাকা জরিমানা করা হয় ।

৪ ডিসেম্বর (বুধবার) রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ।

২টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ৩৯৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। এ সময় মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

রাজবাড়ী পান বাজার

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here