Thursday, December 26, 2024

জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা’র ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

রাজবাড়ীতে যথাযথ ভাবগাম্ভীর্য সহকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়।এ উপলক্ষে ১৫ আগস্ট (রোববার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় রাখা হয়। পরে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম।এরপর রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন ইব্রাহীম টিটন এবং জেলার অন্যান্য দপ্তরসমূহের পক্ষ থেকে স্ব স্ব দপ্তর প্রধানগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে অফিসারস ক্লাবে আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর মুজিববর্ষের কর্মসূচী হিসেবে দারিদ্র বিমোচনে কর্মসৃজনের লক্ষে হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও সকল মসজিদে  পবিত্র কোরআন তেলোয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল  এর আয়োজন করা হয় ।  এতিম খানা ও সরকারি শিশু পরিবারে শিশুদের উন্নত্মানের খাবার বিতরণ করা হয়।সন্ধ্যায় জেলা ও উপজেলাসমুহের  গুরুত্বপূর্ণ ও সুবিধা জনক স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র  প্রদর্শনী করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here