Saturday, January 11, 2025

জেলের জালে ধরাপড়লো বিশাল কাতলা মাছ

মোজাম্মেলহক, গোয়ালন্দ:পদ্মা নদীতে জাল ফেলে বিশাল এক কাতলা মাছ ধরেছে পাবনার জেলে সুদাময় হলদার। মাছটির ওজন ১০ কেজি মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।

পাবনার জেলে সুদাময় বলেন, আমরা ভোর রাতে কালবৈশাখী ঝড়ের কারনে নদীতে জাল ফেলতে পারি নাই। ঝড় চলে যাবর পর সকাল ৮ টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ফেসন জাল ফেলে তার কিছুক্ষন পরে জাল টেনে উঠালে জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি কাতলা মাছ। মাছটি নৌকায় করে ৬ নং ফেরি ঘাটের মাথায় আমতলায় নিয়ে আসি। আসার পর উন্মমুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি ১২ শ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়।এসময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতারা ভির জমায়।

পরে মাছটি ১৩ শ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকয় ঢাকার এক ব্যাবসায়ীর নিকট বিক্রি করে দেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here