জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগারেরা। টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি আর আফিফের ৪৫ রানের ক্যামিওতে ২৭৬ রানের পুঁজি পায় তামিম বাহিনী। জবাবে সাকিবের ঘূর্ণিতে ১২১ রানেই থেমে যায় স্বাগতিকরা।
দিনের শুরুতেই শূন্য রানে ফেরেন ক্যাপ্টেন তামিম। লিটনের সঙ্গে দলের হাল ধরেন সাকিব। মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে ১৯ রানে আউট হন সাকিব। দলের বিপদে হাল ধরতে পারেননি মিঠুন-মোসাদ্দেক। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে চাপ সামলান লিটন-মাহমুদউল্লাহ।
৩৩ রানে মাহমুদউল্লাহ ফিরলেও, ভুল করেননি লিটন। ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। শেষদিকে ৩৫ বলে ৪৫ রানের ক্যামিও খেলেন আফিফ। মিরাজের ব্যাট থেকে আসে ২৬ রান।
জবাব দিতে নেমে, দলীয় ৪৯ রানেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নেন তিন পেসার সাইফুদ্দিন, তাসকিন আর শরিফুল। বাকিরা পাত্তাই পাননি সাকিবের সামনে।
গুরুত্বপূর্ণ টেলর-চাকাভাসহ ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরির কারণে মারুমা ক্রিজে না আসায় ২৮ ওভার ৫ বোলে ১২১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস।