Wednesday, January 8, 2025

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহের সদর উপজেলায় কোমরে ওয়ান শুটার গান আর এক রাউন্ড গুলিলোসহ রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ । মঙ্গলবার রাতে উপজেলার হলিধানী গ্রামস্থ প্রতাপপুর কাাঁচার রাস্তার এলাকায় থেকে তাকে আটক করা হয় । বান্টা হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে ।

বুধবার (১৯ জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঝিনাইদহ ভোটেনারী কলেজের ডিউটিকালে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সন্ত্রাসী রফিকুল ইসলাম বান্টা । হলিধানী গ্রামের একটি কাঁচা রাস্তায় উপর হতে তাকে আটক করা হয় । সে হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে । তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজাবস্থায় একটি ওয়ান শুটার আর এক রাউন্ড লোডকৃত গুলি পাওয়া যায় ।

তিনি আরও বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় সে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকায় তার কাছে এই অগ্নেয়াস্ত্র ও গুলি রেখেছিল । আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here