Saturday, July 19, 2025

ট্রাকের ধাক্কায় ইজিবাইকের নারী আরোহীর মৃত্যু , আহত ৪

স্টাফ রিপোর্টার:  রাজবাড়ীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জেসমিন (৩০) নামে ইজিবাইকের এক আরোহী নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরোও ৪ আরোহী । নিহত জেসমিন ফরিদপুরের আম্বিকাপুরের জালাল শেখের স্ত্রী। ইজিবাকে আরোহীরা দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন।

শুক্রবার ( ২৭জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । এ সময় ইজিবাইকে থাকা জনি সরদার ,দুলাল, আবু রেহান, সানজিতা নামে চার জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী আহলাদীপুর হাওওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, সন্ধ্যা ৭টার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন দক্ষিণ দৌলতদিয়া ইমাম বাড়ী সংলগ্ন গোয়ালন্দ ফিডমিলের সামনে ঢাকা খুলনা মহাসড়কের উপর ঢাকা গামী লেনে ড্রাম ট্রাক ইজি বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজি বাইকের আরোহী জেসমিন (৩৫) নামের একজন মহিলা নিহত হয় ও চারজন আহত হয়। ঘাতক ড্রাম ট্রাক ও ড্রাম ট্রাকের চালক জাহিদ (৩৫) কে আটক করা হইয়াছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here