Monday, January 27, 2025

ট্রাফিক পুলিশদের ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

রাজবাড়ী জার্নালঃ  রাজবাড়ীতে দায়িত্বে ফেরায় ট্রাফিক পুলিশদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা ।
১৩ই আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী’র বড়পুলে দায়িত্বে ফেরা ট্রাফিক পুলিশদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব মোল্লা,বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রুদ্র মোল্লা ও সাব্বির গাজী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কাজে ফেরায় ট্রাফিক পুলিশদের ধন্যবাদ জানিয়ে পুলিশদের উদ্দেশ্যে শিক্ষার্থী রাজীব মোল্লা বলেন, আপনারা কোন বৈষম্য রাখবেন না। আপনারা দেশের মানুষের সেবক। কোন রাজনৈতিক নেতার বা কোন ব্যাক্তিগত স্বার্থে আপনারা কাজ করবেন না।

দেশের স্বার্থে আপনারা কাজ করবেন। আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আগের সব ক্ষোভ ভূলে গিয়ে আমরা নতুন করে এ দেশটাকে সাজাতে চাই সুন্দরভাবে।

এ সময় শিক্ষার্থী রাজীব মোল্লা আরোও বলেন সামনে ১৫ই আগস্ট কে কেন্দ্র করে দেশ আবারও উত্তাপ হতে পারে। যে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটলে আমরা ছাত্ররা সদা প্রস্তুত আছি,আপনারাও প্রস্তুত থাকবেন।

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ছাত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কর্মবিরতীতে যাবার পর ছাত্ররা সুন্দরভাবে ট্রাফিকের কাজ করেছেন । আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্বপালন করে যাবো। এ সময় ছাত্রদের কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর ১১ দফা দাবীতে কর্মবিরতিতে যায় পুলিশ। ছাত্ররা রাজবাড়ী’র বড়পুল সহ গুরুত্বপূর্ন স্থানে ট্রাফিক কার্যক্রম পরিচালনার কাজ করে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here