Wednesday, January 22, 2025

ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের সাথে সংঘর্ষে আবির মন্ডল ওরফে রবিন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবির মন্ডল জেলার কালুখালী উপজেলার সুর্যদিয়া গ্রামের লিটন মন্ডলের ছেলে । সে সুর্যদিয়া-মদাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

জানাগেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস কালুখালীর সুর্যদিয়া এলাকায় ট্রেনের ধাক্কা লাগে , ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে আবির মন্ডল রবিন মোটরসাইকেল নিয়ে সুর্যদিয়া রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় ট্রেন চলে আসলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ দূরে সটকে পরে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, খবর পেয়ে এসআই শহীদকে সরেজমিনে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here