Sunday, December 22, 2024

ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

কালুখালি সংবাদদাতাঃ  চলন্ত ট্রেনের ধাক্কায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী স্টেশনের পশ্বিমপ্রান্তে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আ: রাজ্জাক জানায়, পরিচয়হীন এক পাগল রেললাইনে ঘুুড়াফেরা করছিলো। এসময় কুষ্টিয়ার দিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ওই পাগল গুরুতর আহত হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।

কালুখালী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ট্রেনের ধাক্কায় আহত বুদ্ধি প্রতিবন্ধিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। রাতেই ওই প্রতিবন্ধী মারা যায়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান জানান, ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০। কেউ তাকে সনাক্ত করতে পারলে (মোবাঃ ০১৩২০-১০১৪৭৩ তে) তিনি যোগাযোগ করতে বলেছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here