Monday, December 23, 2024

ট্রেনে কাটা পড়ে বাবা’র মৃত্যু ,ছেলে আহত 

গোপালগঞ্জ রাজশাহী রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছেলে।
নিহতের নাম, ছিরু মোল্লা (৫০)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাববী পাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে। আহত হয়েছে ছিরু মোল্লার ছেলে সোবহান মোল্লা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৯ টার দিকে  গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার রেলগেট পৌঁছালে সেখানে কোনো গেটম্যান না থাকায় কিছু না বুঝেই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল বাবা ছেলে। ছেলে সুবাহান ড্রাইভ করছিল ট্রাক্টরটি, বিপদ বুঝেই পাশে থাকা বাবা ছিরু মোল্লা দ্রুত ছেলেকে সরিয়ে দিয়ে নিজে ড্রাইভ করে। এসময় দ্রুতগতির ট্রেন টি তাকে সজোরে ধাক্কা মারে। এ সময় ছেলে সোবহান মোল্লা সটকে পড়ে সামান্য আহত হলেও বাবা ছিরু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। ডক্টর টি দুমড়ে-মুচড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, গোপালগঞ্জ রাজশাহী রুটের এ অঞ্চলে কোন গেট গেটম্যান না থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দ্রুত গেটম্যান প্রদানের দাবি জানান।
 যোগাযোগ করা হলে  দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here