Saturday, December 21, 2024

ট্রেনে কেটে ছেলের পর মায়ের মৃত্যু

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীরকালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ছেলের পর মা মনসা বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।

শনিবার দুপুর ১ টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার বলেন, এক বছর পুর্বে মনসা বিশ্বাসের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার দুপুরে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওই পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে গেছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here