স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ৩২ মামলার আসামি কালু হাওলাদার (৩৮) কে গ্রেফতারের পর বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য । ডাকাতি করা-ই ছিলো তার নেশা ।
২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের এক হিন্দু বাড়ীতে ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী কালু হাওলাদারকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো.মফিজুল ইসলাম। ওসি জানান, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ,নরসিংদি, মীরপুর সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার নামে একাধিক মামলা ,একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি।
খুন, ডাকাতি, চুরি ও চোরাচালানসহ ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে গত রবিবার (৯ই মার্চ) মাদারিপুর জেলা সদর থানাধীন সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। গ্রেফতার কালু হাওলাদার মাদারিপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে। সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদারিপুরের কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদরের সূর্যমনি এলাকার ডাকাত সরদার কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২২টি ডাকাতি, অস্ত্র, হত্যা, চুরি, চোরাচালানসহ অন্যান্য ধারার ৩২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর জানাগছে, সে অনেক আগে থেকেই ডাকাতি করত। ডাকাতি করা-ই ছিলো তার নেশা ।
তিনি জানান , ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে উপজেলার জঙ্গল গ্রামের বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে রাত দেড়টার দিকে দেশিয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে। এ সময় তাকে মারধর করে চোখ-মুখ বেধে রাখে। পরে তার বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও হার নিয়ে পালিয়ে যায়। বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ মামলা তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। ‘