মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দে: হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে আমরা আছি আপনার পাশে। ডিজিটাল উদ্ধোধনী মেলা ২০২২ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ৯ নভেম্বর সকাল ৯টার সময় উপজেলা পরিষদের আয়োজনে ডিজিটাল উদ্ধোধনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদের মাঠ চত্তর থেকে র্যালিটি বেড় হয়ে ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে বেলুন উড়িয়ে ডিজিটাল মেলার শুভ উদ্ধোধন শেষে ডিজিটাল বাংলাদেশ, স্মৃট বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে দুদুখান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাছরিন আক্তার ইতির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শাহ্ মো.শরীফ, গোয়ালন্দ ঘাট থানার উপপরির্দশক মনির হোসেন, মুক্তিযোদ্ধা ছামাদও গিয়াস পুরী,উজানচর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. রহমান মন্ডল প্রমুখ।
এ সময় বক্তরা বাংলাদেশ সরকারের স্মাট দেশও ডিজিটাল সেবার বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন। ডিজিটাল মেলায় সাধারন মানুষের জন্য ৪ টি পেবিলিন রয়েছে সেখান থেকে সুবিধা ভোগিদের অনলাইনে মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, ই-গর্ভনেন্স আন্তভূক্তিমূলক আর্থিক সেবা উদ্ধোধনী সংস্কৃতি তৈরী শিক্ষা ওদক্ষতা উন্নয়ন,জাতীয় তথ্য বাতায়ন ই- চালান,ই- নথিওই নাম জারি,ফিউচার অবওয়ার্ক ল্যাব মাইগর্ভ,আই ল্যাব,ডিজিটাল সেন্টার, কিশোর বাতায়ন,মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইত্যাদি।