নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল ০২(দুই)টি, ওয়ান শ্যূটার গান ০৩(তিন) টি, পিস্তলের ম্যাগাজিন ০২(দুই) টি, পিস্তলের গুলি ০৭(সাত) রাউন্ড, রাইফেলের গুলি ০৩(তিন) রাউন্ড, কার্তুজ ০১(এক) রাউন্ড উদ্ধার করা হয় , এ সময় আসামী পালিয়ে যায় ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৬শে ডিসেম্বর (সোমবার) বেলা ৩টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ওসির নেতৃত্বে , এসআই মোঃ নিজাম উদ্দিন মোল্লা, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ হেমায়েত হোসেন, এসআই সনজীব জুয়াদ্দার, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই মোঃ শফীকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন হঠাৎপাড়া ভবানীপুর সাকিনে সন্ত্রাসী মোঃ রবিনের বাড়ীর উঠান থেকে পলাতক সন্ত্রাসী মোঃ রবিন ও তার সহযোগীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল ০২(দুই)টি, ওয়ান শ্যূটার গান ০৩(তিন) টি, পিস্তলের ম্যাগাজিন ০২(দুই) টি, পিস্তলের গুলি ০৭(সাত) রাউন্ড, রাইফেলের গুলি ০৩(তিন) রাউন্ড, কার্তুজ ০১(এক) রাউন্ড উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।