নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইয়াবা সহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলো: মোঃ ফয়সাল শেখ (২২), মোছাঃ হালিমা আক্তার ওরফে সীমা আক্তার (২৯) ।
এ সংক্রান্তে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার , এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ২১শে জুন(বুধবার) ২০:৩৫ টার সময় ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ খিচড়িপট্টি জনৈকা নার্গিস আক্তার, স্বামী-রতন এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ ফয়সাল শেখ (২২) পিতা-মোঃ মজিবর শেখ, মাতা-মোছাঃ বকুল বেগম, সাং-মালিরঙ্কন, ইউপি-বালিগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ কে ৮০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এবং তার দেয়া তথ্যমতে মাদক কারবারী ২। মোছাঃ হালিমা আক্তার ওরফে সীমা আক্তার (২৯) পিতা-মৃত আলী আজগর মোল্লা, মাতা-নিলুফা বেগম, সাং-নারায়ণপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া চেয়ারম্যানের গলি জনৈক শহিদ এর বাড়ী, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী কে তার ভাড়া বাসা থেকে ১০০(একশত ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। সিডিএম এস যাচাই করে , ধৃত আসামী মোছাঃ হালিমা আক্তার ওরফে সীমা আক্তার এর বিরুদ্ধে পূর্বে রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ ফেব্রুয়ারি, ২০২৩; জি আর নং-৪৮, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলাটির তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। গিয়েছি অনেক দূর যেতে হবে বহুদূর।