Saturday, December 28, 2024

ডিবি’র অভিযানে গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে গোয়ালন্দ উপজেলার চিহ্নিত মাদক কারবাড়ী শান্তসহ তার দুই বিক্রয়কারী দশ গ্রাম হেরোইনসহ আটক হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার সবদুল খার পাড়া গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’ অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স জেলার গোয়ালন্দ উপজেলার সবদুল খার পাড়া মৃত বক্কার মন্ডলের ছেলে মোঃ বিল্লাল হোসেনের মেহগনি বাগানে অভিযান চালায়। এসময় পৌর এলাকার কুমড়াকান্দি গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ রেজাউল শেখ শান্ত(৩৮), মৃধাডাঙ্গা গ্রামের মানিক শেখ ওরফে মানিক ডাক্তারের ছেলে মোঃ জাহিদ শেখ (৩১) ও গফুর মাদবারপাড়ার মৃত মজিদ প্রামানিকের ছেলে মোঃ আজিদ প্রামানিক (৫৪) কে দশ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ মূল‍্য ১ লাখ টাকা।

মোঃ রেজাউল শেখ ওরফে শান্ত এর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ-২৮ আগস্ট, ২০২২; জি আর নং-২৭২, তারিখ-২৮ আগস্ট, ২০২২; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ৮(ক)/৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-৩৬/১০৮, তারিখ-২৯ মার্চ, ২০২২; জি আর নং-১০৮, তারিখ-২৯ মার্চ, ২০২২; ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা রয়েছে। এব‍্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here