Wednesday, January 22, 2025

ডিবি’র অভিযানে চোরাই মোটরসাইকেল সহ ১জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে চোরাই মোটরসাইকেল সহ মোঃ জয়নাল আবেদীন(৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোঃ জয়নাল আবেদীন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিবপুরের মৃত গাদু শেখের ছেলে ।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৪জুন সারে ১১ টার দিকে গ্রেপ্তার আসামীর নিজ বাড়ী থেকে একটি কালো রঙের TVS METROO 100 সিসি মোটর সাইকেল যার পিছনে নম্বর প্লেটে লিখা রেজিঃ নম্বর ঝিনাইদাহ হ-১১-৯২১১, ইঞ্জিন নং-CF519126924 (হাতে খোদাই করা লেখা) এবং চেসিস নং-MD625MF5391E46061 (কিছু অক্ষর অস্পষ্ট), উদ্ধার করেন।

এ সংক্রান্তে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here