নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে জুয়া খেলার সামগ্রী ও টাকা সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,
২৭শে এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে, এসআই দীপন কুমার মন্ডল, এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর ০২ নং ওয়ার্ড গ্রামস্থ জনৈক আতিয়ার রহমান এর বাড়ির পাশে জনৈক ভোলা এর ঘাসের জমি হইতে আসামী ১। জোছন মোল্লা (৩৩), পিতা- মৃত আফাজ মোল্লা, সাং-নুরপুর লোক ব্রীজ, ২। সিদ্দিক বেপারী (৪০), পিতা- মৃত আইনুদ্দিন বেপারী, সাং- ছোট নুরপুর, ৩। রিপন চৌহান (৩৮), পিতা- মৃত নন্দলাল চৌহান, সাং- ছোট নুরপুর, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ৯৮০/-(নয়শত আশি) টাকা, ০১(এক) বান্ডিল তাস, একটি চটসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনাই মন্ডল নামে একজন জুয়াড়ী পালিয়ে যায়।মামলা রুজু প্রক্রিয়াধীন। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।