Friday, February 21, 2025

ডিবি’র অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলার ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়ছে।

গ্রেফতারকৃতরা হলোঃ রাজশাহী জেলার বাঘা থানার চক নারায়নপুর সড়কঘাট এলাকার মৃত একরাম আলীর ছেলে রাব্বী আলী (২২) এবং একই জেলার চক নারায়নপুর মিস্ত্রিপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. শামীম আহমেদ ওরফে হাসিব (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা ডিবির এসআই আব্দুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুরে হযরত এর চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা ২০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here