Sunday, December 22, 2024

ডিবি’র অভিযানে ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে ৬০ বোতল ফেস্নিডিল সহ কালুখালি থেকে মোঃ খোকন মিয়া(৪৩) কে গ্রেফতার করা হয়েছে ।

রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু বিশ্বাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ই জানুয়ারি(মঙ্গলবার) সারে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী কালুখালী থানাধীন গরিয়ানা গ্রামস্থ জনৈক পরিমলের পিতা/মাতার সমাধিকৃত মঠের উত্তর পাশে হাইওয়ে রাস্তার উপর হতে আসামী ১। মোঃ খোকন মিয়া(৪৩), পিতা-মোঃ ওমর ওরফে উমর, সাং-দামুড়হুদা, শুশুর বাড়ী-জয়রামপুর (বারইপাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গারকে মোট ৬০(ষাট) বোতল ফেন্সিডিল (মূল্য অনুমান ১,২০,০০/-টাকা) সহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও বিগপ্তিতে জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here