Thursday, December 26, 2024

ডিবি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক -২

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর চর লক্ষিপুর এলাকা থেকে ইফতি হক সৌরভ নামে এক মাদক কারবারিকে ফেনসিডিলসহ আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চত করে জানান, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামানের নির্দেশনায় রবিবার ( ২১ মে ) রাত পৌনে নয়টার টার সময় আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীর তথ্য মতে, চর লক্ষিপুর এলাকার মাদক সম্রাট ১২ মামলার আসামী মো. বিল্লাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে ৪ বোতল ফেনিসিডিলসহ আটক করা হয়। আটককৃত মোঃ ইফতি হক সৌরভ জেলা শহরের সজ্জনকান্দা এলাকার এনামুল হকের ছেলে ও মোঃ বিল্লাল হোসেন চরলক্ষিপুর এলাকার আহম্মাদ আলীর ছেলে।

ডিবি’র ওসি ওসি মনিরুজ্জামান খান আরোও জানান , মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। মাদক ব্যাবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে ফেসসিডিলসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। তাছাড়াও আটককৃত বিল্লালের বিরুদ্ধে ১২ টি মামলা বিচারাধীন আছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here