Thursday, January 23, 2025

ডিবি’র অভিযানে হেরোইন সহ তিন জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে হেরোইন সহ তিন জন কে আটক করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সবুজ মুন্সী(২৮), অনিক মোল্লা(২৫), মোঃ ইমরান শেখ(২৬) পিতা-মৃত কমল শেখ ।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৮-০৬-২৩ খ্রিঃ তারিখ ২১:৫৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ পতিতালয়ের ভিতর আলেয়া বাড়িওয়ালী ভাড়াটিয়া জনৈক আলাউদ্দিন এর মনিহারী দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সবুজ মুন্সী(২৮) পিতা-আব্দুল মালেক মুন্সী, মাতা-মোছাঃ হাজেরা বেগম, সাং- তুলসীঘাটা (রামকান্তপুর), ইউপি-মানিকদা, ২। অনিক মোল্লা(২৫), পিতা-মোঃ হারুন মোল্লা, মাতা-মোছাঃ পারুল আক্তার, সাং- মৃধাকান্দা ওরফে খাঁকান্দা নাজিরপুর, উভয় থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ ইমরান শেখ(২৬) পিতা-মৃত কমল শেখ, মাতা-কহিনুর বেগম, সাং-উত্তর দৌলতদিয়া পুরাভিটা, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে ১৫(পনের) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ আটক করেন। সিডিএমএস পর্যালোচনায় ১নং আসামী মোঃ সবুজ মুন্সী এর বিরুদ্ধে ১। (97JRX) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৬, তারিখ-০৩ মে, ২০২৩; জি আর নং-১৫৩, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। (1UYBA) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২/৩৬, তারিখ-০২ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩৬/২০২২, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২নং আসামী অনিক মোল্লা এর বিরুদ্ধে ১। (96KBV) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৪২, তারিখ-২২ মে, ২০২৩; জি আর নং-১৮৯, ধারা-143/447/307/323/324/326/325/379/506/114 The Penal Code, 1860; ২। (1X7WD) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২/১৪১, তারিখ- ০৯ মে, ২০২২; জি আর নং-১৪১/২০২২, ধারা-৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ৩। (1WWHA) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৩১/১২৭, তারিখ- ২১ এপ্রিল, ২০২২; জি আর নং-১২৭/২০২২, ধারা- ১৪৩/৩৪১/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০; ৪। (1WNF7) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২৮/১২৪, তারিখ- ১৬ এপ্রিল, ২০২২; জি আর নং-১২৪/২০২২, ধারা-১৪৩/১৪৪/১৪৮/৪৪০/৪৪৯/৪৫০/৩৮০/৪২৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ৫। (1WELY) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২০/১১৬, তারিখ- ১২ এপ্রিল, ২০২২; জি আর নং-১১৬/২০২২, ধারা- ১৪৩/১৪৪/১৪৮/৪৪০/৪৪৯/৪৫০/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ৬। (1WCMS) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৪/১০০, তারিখ- ০২ এপ্রিল, ২০২২; জি আর নং-১০০/২০২২, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৩৮০/ ৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; ৭। (1WCFK) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৩/৯৯, তারিখ- ০২ এপ্রিল, ২০২২; জি আর নং-৯৯/২০২২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ৮। (1KHQW) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২২/২৯৬, তারিখ- ২২ ডিসেম্বর, ২০২০; জি আর নং-২৯৬/২০, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০ এবং ৩নং আসামী মোঃ ইমরান শেখ এর বিরুদ্ধে ১। (1WFEW) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-১৭/১২৬, তারিখ- ১৩ এপ্রিল, ২০২২; জি আর নং-১২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here