স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলংকার সহ মীর হালিম হোসেন (২৮) নামে একজন কে আটক করা হয়েছে। গ্রেপ্তার মীর হালিম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার হাসেম আলীর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ই মে বিকেল পৌনে ৫টার দিকে ডিবি’র এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর হযরত আলী’র চায়ের দোকানের সামনে রাজবাড়ী থেকে ঢাকা মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী কবীর ডিলাক্স নামক একটি গাড়ি তল্লাশি করে মীর হালিম হোসেন কে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে মোট ২৩৭ টি রূপার নুপুর, যার মোট ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট, যার আনুমানিক মূল্য ৬,৯৪,০০০/-(ছয় লক্ষ চুরানব্বই হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়েছে । আসামি চোরা চালানের মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে উল্লেখিত পরিমাণ রুপার অলংকার ভরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় THE SPETIAL POWER ACT, 1974 এর 25B ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান ডিবি’র ওসি ।