Thursday, January 23, 2025

ডিবি’র অভিযানে ৬কেজি গাঁজা সহ তিন জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি’)র ভিন্ন অভিযানে ৬ কেজি গাঁজা তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অদ্য ইং-২১/০৪/২০২২খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্ম মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন শান্তির খোলা সাকিনে জনৈক মোঃ জাফর বিশ্বাস(৩৬), পিতা-মৃত আলিমুদ্দীন বিশ্বাস এর বাড়ীর সামনে গড়াই নদীর বেড়ী বাঁধের কাচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুল ওহাব মোল্লা(৪৪), পিতা-মৃত তৈয়ব আলী মোল্লা, ২। মোঃ ফারুক বিশ্বাস(২৯),পিতা-কোবাদ বিশ্বাস, উভয়সাং-শহীদনগর, ইউপি-০৭নং হাকিমপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহদ্বয়কে ০২ (দুই) কেজি গাঁজা (মূল্য অনুমান মোট- ৬০,০০০/- টাকা) সহ এবং ইং-২১/০৪/২০২২খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদরে ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন বাগমারা গ্রামস্থ ছবুর সরদারের ইট ভাটা সংলগ্ন জনৈক ইসলাম মন্ডলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ নাজমুল হাসান(৪০),পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মহেশকুন্ড, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে, ০৪ (চার) কেজি গাঁজা (মূল্য অনুমান মোট- ১,২০,০০০/- টাকা) সর্বমোট ০৬(ছয়) কেজি গাঁজা মোট (মূল্য অনুমান ১,২০,০০০+৬০,০০০=১,৮০,০০০/ টাকা)সহ গ্রেফতার করা হয়ছে। মামলা রুজু প্রক্রিয়াধীন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here