Sunday, December 22, 2024

ডিবি’র অভিযানে ৯মামলার আসামী সহ দুই ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৯মামলার আসামী সহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

গারেফতারকৃতরা হলো: জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরের মোঃ হান্নান বিশ্বাস (৩৭) ও মোঃ আকাশ শেখ(২৬) । গ্রেফতার হান্নান বিশ্বাস এর বিরুদ্ধে এর আগের ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী ডিবি’র ওসি মনিরুজ্জামান খান এর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ই আগস্ট রাতে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর রেল গেইট সংলগ্ন দেওয়ান ফুড ভিলেজ এর সামনে মহাসড়কের উপর হতে আসামী ১। মোঃ হান্নান বিশ্বাস (৩৭), পিতা-গোলাম মোস্তফা@লাল, সাং-বহরপুর, ২। মোঃ আকাশ শেখ(২৬) পিতা-মোঃ আমির আলী শেখ, সাং-বহরপুর দড়িপাড়া, ১নং ওয়ার্ড, বহরপুর ইউনিয়ন, উভয় থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীদ্বয়কে ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০০/- টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী সিডিএমএস যাচাই করে ধৃত আসামী মোঃ হান্নান বিশ্বাস এর বিরুদ্ধে পূর্বে ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here