Sunday, December 22, 2024

ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ একাধিক মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে একাধিক মামলার আসামী মোঃ শাহীন মন্ডল(২৭) কে ৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মোঃ শাহীন মন্ডল জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার মোঃ শুক্কুর আলী মন্ডলের ছেলে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান। তিনি জানান, ১লা মার্চ (শুক্রবার) সারে ৮টার সময় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া সাকিনস্থ জনৈক মোঃ পিয়াস আহমেদ(২৩), পিতা-মোঃ মশিউল আলম এর বাড়ীর পূর্ব পাশে মন্ডল পাড়া ব্রীজ সংলগ্ন লিচু বাগানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শাহীন মন্ডল(২৭), পিতা-মোঃ শুক্কুর আলী মন্ডল, মাতা-মোছাঃ আছমা বেগম, সাং-মাছপাড়া খাঁ পাড়া, ইউপি-মাছপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে ০৭(সাত) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২৮,০০০/- টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী সিডিএমএস যাচাই করে ধৃত আসামী ১। মোঃ শাহীন মন্ডল এর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here