Sunday, December 22, 2024

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করছে ডিবি পুলিশ।

বৃহপ্রতিবার ৯ ফেব্রুয়ারি সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় বাড়ীর বসত ঘর থেকে গাঁজাসহ মাদক কারবারিকে আটক করে বিডি পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলো,রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের মো. একেন আলী শেখ ও আছমা বেগমের ছেলে মো. মেহেদী শেখ( ২৫), ।

গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বেএসআই(নিঃ)/মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় এসআই(নিঃ)/জাহাঙ্গীর মাতুব্বর, এসআই(নিঃ)/মিলন চন্দ্র বর্মন, এএসআই(নিঃ)/মোঃ কাশেম মিয়া এবং সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের মোঃ মেহেদী শেখ(২৫), এর বাড়ীর বসতঘর তল্লাশী করিয়া তাহার চৌচালা টিনের ঘরের দক্ষিণ পাশে শোবার খাটের নীচ হইতে একটি প্লাষ্টিকের কন্টেইনারের মধ্যে রক্ষিত খবরের কাগজ দ্বারা মোড়ানো ০২(দুই) কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা ।  আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here