Monday, January 27, 2025

ডিসকভার মোটরসাকেল সহ চোর গ্রেফতার

রাজবাড়ী জার্নাল: রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি চোরাই মোটরসাইকেলসহ মো. রানা শেখ (২৩) কে
গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রানা শেখ বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

২৪শে জানুয়ারি (শুক্রবার) রাত ১১টার সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান , ‘শুক্রবার সকাল পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে মামুন হোসাইনের একটি একটি রেজিঃ বিহীন ডিসকোভার-১২৫ বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিস গলিতে সোলাইমানের হোটেলের সামনে রেখে কম্পিউটারের দোকানে যায়। অজ্ঞাতনামা চোর তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দুপুর সোয়া ২টার সময় বালিয়াকান্দি থানায় একটি চুরি মামলা দায়ের হয়। থানার এসআই মো. কাঞ্চান মিয়ার উপর তদন্তভার অর্পণ করা হয়। তিনি থানা এলাকায় অভিয়ান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৪টার সময় বালিয়াকান্দি থানার পাইককান্দি গ্রামের রেজাউল ইসলাম রেজার রুসা ইন্টারপ্রাইজ কিটনাশক ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. রানা শেখকে আটক করে। আটককৃত রানার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি সনাক্ত মতে করে জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ধৃত আসামী মো. রানা শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি থানা , রাজবাড়ী সদর থানা, মাগুরার শ্রীপুর থানা, ফরিদপুরের মধুখালী থানা, গোপালগঞ্জের কাশিয়ানি থানায় ১০টি মামলা রয়েছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here