Thursday, April 10, 2025

তাঁদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব এখন আমাদের- রাজবাড়ীতে বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টারঃ ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন,তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব এখন আমরা যারা বেঁচে আছি ,তাদের উপর। তারা জীবনের মায়া ত্যাগ করে চেয়েছিলো বৈষম্যহীন একটি বাংলাদেশ ।

বৃহস্পতিবার (৬ই মার্চ) সকাল সারে ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।

তিনি বলেন, ছোট ছোট বাচ্চারাও প্রাণের মায়া ত্যাগ করে আন্দোলনে ঝাঁপিয়ে পরেছিলো। তাদের অন্য কোন চাওয়া ছিলো না, তারা শুধু চেয়েছিলো বৈষম্যহীন একটি বাংলাদেশ । এ আন্দোলনে মুগ্ধ নামে ছোট একটি বাচ্চা নিহত হয়েছে। যে পানি নিয়ে এসেছিলো তার ভাইদের জন্য । তাঁরা যদি সাহস করে না আসতো এই পরিবর্তন আমরা কখনোও পেতাম বলে আমার মনে হয় না । তাঁরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে ,রক্ত ঝড়িয়েছে তাঁদের আকাঙ্ক্ষা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে তাঁদের রক্তের সাথে আমাদের বেঈমানী করা হবে। বিভিন্ন মত,পথ আমাদের মধ্যে আছে ,কিন্তু শহিদদের বিষয়ে কারোও দ্বিমত থাকা উচিৎ নয় । শহিদদের পরিবারের আত্নত্যাগ ভোলার নয় । কিছুদিন আগে আমি সাভারে গিয়েছিলাম, নিহত ছাত্র ইয়ামিনের মায়ের সাথে কথা বলেছি। তাঁদের মনে অনেক প্রশ্ন রয়েছে । আমাকে ইয়ামিনের মা বলেছেন, ছেলে তো গেছে কিন্তু বিচার তো পাচ্ছিনা । ‘ যারা আন্দোলনে নিহত হয়েছেন তাঁদের পরিবারের যে ত্যাগ তা পূরন করার মত নয় । আমরা যারা বেঁচে আছি তাঁদের দায়িত্ব শহিদদের রক্তের ঋণ পূরণ করা।’

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব , সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত হোসেন ফেরদৌস, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ইমরুল হাসান সহ ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের পরিবারের সদস্য ।

এ সময় মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জন কে ১হাজার টাকা করে ও সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৪ জনকে ১০ হাজার টাকা করে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের পরিবারের সদস্যদের চেক প্রদান করেন প্রধান অতিথি । এ সময় কিশোর কিশোরী ক্লাব এর পক্ষ থেকে ৩০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে জার্সি প্রদান করা হয় । ‘

 

এর আগে সকালে রাজবাড়ী সার্কিট হাউজে এলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্কিট হাউজের নবনির্মিত গেইট উদ্বোধন করেন এরপর রাজবাড়ী পৌর সিটি সেন্টার মার্কেটের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন ঢাকা বিভাগীয় কমিশনার । এরপর তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সরকারি অফিস ঘুরে দেখেন । সেখানে গণ অভ্যুত্থানে শহিদ সাগর চত্তরের উদ্বোধন করেন । ‘

বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে বালিয়াকান্দি ওবদার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাগরের নামে শহীদ সাগর চত্বর উদ্ধোধন করেন। এরপর বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগর চত্বর উদ্ধোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here