Monday, November 18, 2024

তানভীর হত্যার আসামী ঢাকা’র কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজবাড়ী জার্নাল ডেস্ক:  রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের বাবর আলী শেখের ছেলে তানভীর শেখ (২৩) কে কুপিয়ে হত্যা’র ঘটনায় ২নং এজাহারভুক্ত আসামী মোঃ জাহিদুল ইসলাম জিসান (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ । এ সময় তার কাছ থেকে হত্যার কাজে ব্যাবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও লোহার চাপাতি উদ্ধার করা হয়েছে।

নিহত তানভীর শেখ

গ্রেপ্তার জিসান রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে ।

১৮ই নভেম্বর (সোমবার) সন্ধা সারে ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী’র অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১২ই অক্টোবর রাত সারে ৮টার দিকে তানভীর শেখ ২-৩ জন বন্ধুর সাথে বাড়ীর পাশে মুন্নুর দোকানে যায় । দোকান থেকে বাড়ী ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা এজাহারভুক্ত ১ নং আসামী সবুজ ও ২ নং আসামী জিসান ও অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায় ,শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে রাজবাড়ী সদর হাঁসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় পর দিন ১৩ই নভেম্বর রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৯।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই রাজবাড়ী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় আসামী গ্রেপ্তারে নামে পুলিশ সহ যৌথবাহিনী।

এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ২নং আসামী মোঃ জাহিদুল ইসলাম জিসান (২১) কে ১৭ই নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে । সে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো মতে রাজবাড়ীর মিজানপুরিউনিয়নের সোনাকান্দর কবরস্থানের পাশে থেকে হত্যার কাজে ব্যাবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও লোহার চাপাতি উদ্ধার করা হয়েছে।

শরীফ আল রাজীব জানান, এ ঘটনায় এর আগে ১৩ই নভেম্বর এজাহার নামীয় ৪নং আসামী বিনোদপুরের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) কে বিনোদপুর এলাকা থেকে ও এজাহারভুক্ত ৮নং আসামী নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here