Saturday, January 25, 2025

তারুণ্যের উৎসব এর ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৪শে জানুয়ারি (শুক্রবার) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী দিনের প্রথম খেলায় রাজবাড়ী পৌরসভা বালিকা অনূর্ধ্ব-১৭ একাদশ গোয়ালন্দ উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে, দ্বিতীয় খেলায় রাজবাড়ী সদর উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ একাদশ পাংশা বালক অনূর্ধ্ব-১৭ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের হাসিবুল হাসান প্রমুখ।

রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান।

বিজয়য়িদের হাতে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here