Sunday, January 5, 2025

তিতাসের ৫ সাংবাদিকের মামলায় বিনামূল্যে আইনী সহায়তা দেবে বিএমএসএফ

ঢাকা, রোববার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ : কুমিল্লার তিতাসে ৫ সাংবাদিকদের নামে উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনামূল্যে আইনগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এড. মনজুর আলম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
উক্ত মানববন্ধনের সংবাদটি স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকায় প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫ সাংবাদিক, ১৭জন প্রতিবাদী এলাকাবাসিসহ ২২ জনের বিরুদ্ধে মাদ্রাসা সুপার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে সাংবাদিক ছাড়া বাকি ১৭ এলাকাবাসি আইনী সহায়তা চাইলে তাদেরকেও সহায়তা করা হবে।
এদিকে সাংবাদিকদের নামে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ ও তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here