Sunday, December 22, 2024

থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামী মহির সরদার (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মহির সরদার রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুরের মৃত হাবিবুর সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই নভেম্বর রাজবাড়ীর ১নং রেলগেইট এলাকার ফুট ওভার ব্রীজের সিঁড়ির গোড়া থেকে ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৩হাজার ৭শত টাকা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহির সরদারের নামে ৩ বছরের ও ২ বছরের সাজাপ্রাপ্ত দুইটি জিআর মামলা ও একটি নরমাল জিআর মামলা রয়েছে ।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০-এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং- ২২ ।
গ্রেপ্তার আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here