- রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ী থানা পুলিশের অভিযানে হত্যা,অস্ত্র,মাদক মামলা সহ একাধিক মামলার দুই আসামী পিয়াল বিশ্বাস (২৬) ও রমজান খান(২৭)কে ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(১১ই ফেব্রুয়ারি) থানা পুলিশের একটি টিম রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা’র চরপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতার পিয়াল বিশ্বাস শহরের সজ্জনকান্দা এলাকার রাজ্জাক উদ্দিন ওরফে টাবলু বিশ্বাস এর ছেলে ও অপর আসামী রমজান খান একই এলাকার কুদ্দুস শেখ এর ছেলে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানান, শুক্রবার ভোর রাতে অভিযান পরিচালনা করে আসামীদের ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে হত্যা,মাদক ও অস্ত্র মামলা সহ উভয়ের বিরুদ্ধে ১০-১২টির বেশী মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক আইনের – ৩৬(১)এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী সদর থানার মামলা নং- ১৮।