Saturday, June 29, 2024

দাদশী চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে ও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ২৪ শে জুন সকাল ১০টায় দাদশী ইউনিয়নের সদস্য ও বাসীন্দারা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন , দাদশী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শেখ ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন, সাবেক শিক্ষক আব্দুল করিম মিয়া ও দাদশী ইউপি’র অন্যান্য সদস্যরা ।
মানববন্ধনে বক্তারা আকবর খান সহ অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

 

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য, গত ১৮ই জুন ঈদ উল আযাহার পর দিন রাত ১১ টার দিকে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখের বাড়ির সামনে প্রবাসী আকবরখান ও চেয়ারম্যানের মধ্যে মারামারি হয় । এ সময় দাদশী চেয়ারম্যান সহ তার পরিবারের সদস্যরা আহত হন। পরে চেয়ারম্যান কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাঁসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যানের বাবা কুদ্দুস শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৮ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here