Wednesday, November 6, 2024

দুই ইট ভাটা মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ আইন অমান্য করে অবাধে রাজবাড়ীর ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যাবহার করা হচ্ছে বনের কাঠ। আর এতে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে । এ অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজবাড়ী জেলা প্রশাসন। আইন অমান্য করে অবাধে রাজবাড়ীর ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যাবহার করার দ্বায়ে দুইটি ইট ভাটা মালিক কে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে পাংশা উপজেলায় এ এম বি ব্রিকস ও এ এন বি ব্রিকস নামীয় দুটি প্রতিষ্ঠানকে পৃথক দুটি মামলায় সর্বমোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের একদল চৌকস সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here