Saturday, January 25, 2025

দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলা একাডেমির সমন্বয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা’র উদ্বোধন করা হয়েছে।

২৩শে ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. কুতুব আজাদ।
রাজবাড়ী জেলার বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. কুতুব আজাদ। । প্রবন্ধ পাঠ করেন রাজবাড়ী আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি এডভোকেট দেবাহুতি চক্রবর্তী, লেখক পাঠক কেন্দ্র এরসভাপতি নেহাল আহমেদ, রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদ ।

প্রবন্ধ বিষয়ে আলোচনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর , জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার ও রাজবাড়ী কালেক্টরেট স্কুল এর প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান। পরে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here